মিথ্যার ফুলঝুড়ি
লিখেছেন লিখেছেন শান্তি পেতে হ্ও আগুয়ান ২৫ এপ্রিল, ২০১৩, ১০:০৪:৩৮ রাত
আজ আমার বেশ ভাল লাগছে। ভাল লাগছে প্রধানমন্ত্রী ও তার সাঙ্গপাঙ্গদের কথায়। সাভার ট্রাজেডী নিয়ে কি যে শুরু হয়েছে বুঝা দায়। আপা বলছেন, রানা আমার সন্তান কিংবা ভাই না। বঙ্গবন্ধুর নাতী-পুতিও না। তাহলে সে কে ? এ দায় কার? আমরা যখন কেউ অপকর্ম করে তখন খুজে বেড়াই তার পুর্ব পরিচয়। যা খুজে আমরা কোটি কোটি টাকা জলে ভাসাতে এতটুকু চিন্তা করি না কার এটাকা ?
মুরাদ জং এর খাছ মুরিদ রানা। গতকালই তাকে নিজে উপস্থিত হয়ে উদ্ধার করে গোপন করলেন। এখন অপকর্ম ঢাকতে সব ভুলে গেল সবাই।
মখা কি আজগুবি স্বপ্ন দেখে বিবিসিকে মন্তব্য দিলেন। যার কারনে শিবির দাবী করছে অলৌকিকতার। ফেসবুক ভরে গেছে তাদের পোষ্টে। আমার ছোট বাচ্চা ১টা পোষ্ট দেখেতো হাসতে হাসতে প্মাটিতে গড়াগড়ি অবস্থা প্রায়। আর প্রশ্নবানে জড়জড়িত করে তুলল আমাকে। পা দিয়ে আবার দালান ঘর ভাঙ্গা যায় ? অগত্যে বললাম মখা আলমগীরের মুখে ভাঙ্গা গেলে পা দিয়ে তো কোন ব্যাপার না।
বিষয়: বিবিধ
৯৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন